গলাচিপায় মাদক বিরোধী মানব বন্ধন

গলাচিপায় মাদক বিরোধী মানব বন্ধন

নিয়ামুর রশিদ শিহাব,গলাচিপা (পটুয়াখালী)সংবাদদাতা:গলাচিপায় যুব সমাজের উদ্দ্যোগে এক মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এলাকার থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি এ মানব বন্ধনে ঐ এলাকার মো. আহসান হাবিব প্যাদা, মো. ইউসুফ শিকদার, মো. জহির মুছুল্লী উদ্দোগ্যে বিভিন্ন এলাকার পুরুষ মহিলা, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মানব বন্ধনে বক্তারা বলেন, ২ নম্বর ওয়ার্ডের কিছু মাদক ব্যবসায়ী প্রশাসনের নাকের ডগায় ঘুরে ঘুরে ইয়াবা ও গাঁজা সহ বিভিন্ন প্রকার মরণঘাতি নেশাজাতীয় দ্রব্য প্রকাশ্যে বিক্রি করে আসছেন। এতে করে এলাকার যুবসমাজ মাদকের নেশায় আসক্ত হচ্ছে। মাদক বিক্রি করে এরা রাতারাতি অনেক টাকার মালিক হয়ে গেছেন। তারা পাকা ভবন তৈরি করছেন। এভাবে প্রকাশ্যে মাদক সহ নেশা জাতীয় দ্রব্য যাতে এরা বিক্রি করতে না পারে সে জন্য প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান বক্তারা।
এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোশেদ  জানান, যিনিই মাদকের সাথে যুক্ত তার স্থান হল জেলখানা। মাদকের সাথে যুক্ত কাউকেই কোন রকম ছাড় দেয়া হবে না। এ ভাবেই যুবসমাজকে  মাদক মুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।